Sunday, September 16, 2012

সে দিনের সেই দিনটা



ভালবাসো কি এই প্রকৃতি
ভাল বাসো সেই দিনরাত্রি,
সে দিনের সেই
রোদ্র উজ্জ্বল হাওয়া
সেই কৃষ্ণচূড়ার মুচকি মুচকি
মিষ্টি হাসির কি ছুওয়া।

আকাশে বাতাসের অনুভূতির
হ্যা চমতক সে দোলা,
বুঝতে পারেনি সেই পুকুরের
টলটল নীল ঢেউয়ের সাথে
পানকোরির ডুব ডুম খেলা।
বুঝতে পারেনি সে দিনের
সবুজ চিকন বাঁশের কোঞ্চা,
শরত হেমন্তের অপরূপ
রুপে কি ছিল পাওয়া।

সে দিনের স্নিগ্ধ সকালে
শিমুল কেনো ফুটেছিলো
গোলাপের পাপড়ি কেনো
বা ঝর ঝর ঝরে গেলো,
আজও জানা হলো না
কোন ক্ষণে জানাবেন সবি
যেনো সময়ের বিবর্তনের
মিদ্রো মিদ্রো হাওয়া ।

সে দিনের সেই দিনটার
কতটু ভুল ছিল ফুলটার
তারা ভরা জ্যোনায় কলা
পাতাগুলো কি দোলখায়,ঘণ
কালো মেঘের ঘর্ষণে শুধু
বৃষ্টি মাখা কান্না উত্তপ্ত
সাগরে বয়ে বয়ে পাহাড়ের
বুক চিরে শব্দহীন ঝরনা।
স্মৃতির পাতায় কৃষ্ণচূড়া রাঙ্গায়,
সেদিনের ধু ধু বালুচরে খাঁ খাঁ
রোদ্রে জ্বলে পুড়ে যাওয়া।      
১৫/০৯/১২ রাতঃ ১২,৩০মি

1 comment: