Friday, September 21, 2012

কোথও নাই রে ছচ্ছ


কবিতাঃ কোথও নাই রে ছচ্ছ 
আলমগীর সরকার 'লিটন'

এই শহর ঢাকায়
নাইরে ছচ্ছ জল
ডিংঙি নায়ে চরবি
কিআর নাইরে ঢল,
ভাসবি কি আর
ভেলায় নাইরে ছল
চল না চল গাঁয়ে
সোনা মাঠে চল।

এ শহরে শুধু যানজট
ফরমালিন মিশা খাদ্যগুলো
শহর চেয়ে গাঁও ভাল,
টাটকা পাবি নদীবিলে
পুঁটি মৌয়া বায়াল।

ছল ঝল করে মেতে
উঠে কালীতলা গাঁয়ে
বর্ষায় নদীখালে জলে
ডিংঙিনাও বাছেল নাও
বাছেল খেলা খেলে।

আয়না ছুটে আয়
বিদেশ কিংবা শহর থেকে
আনন্দ উল্লাসে ভাসবো মোরা
ফুটাব হাসি সবার মুখে মুখে
বদলে দাও বদলে দিবো
এই শহরটিকে।

লেখার তারিখঃ ২২/০৯/১২

3 comments:

  1. কামরুজ্জামান
    খুব ভাল লেগেছে

    ReplyDelete
  2. বাংলা বানান শুদ্ধ করে লিখতে হবে নয়তো এর অর্থ পরিপূর্ণতা পাবেনা ;-
    যেমন : ফ্রমিল মিশা খাদ্যগুলো = (ফ্রমিল কি জিনিস ? ফরমালিন) , আনন্দ উল্লাসে ভাসবো মরা (মরা কি = মরা মানুষ না কি মোরা)

    ReplyDelete