Wednesday, April 17, 2013

মোর কৃতী-তোর সৃষ্টি







মোর কৃতী-তোর সৃষ্টি

কে বলে-কে শুনে?
সবি যে এখন-
সময়ের ত্যক্ত স্বল্পতা
মনে রাখাটাই
ভীষণ যেন এক-
স্নেহ আর শ্রদ্ধা।
কে ভাল-কে মন্দ?
দেখ আত্মার গন্ধ-
স্রষ্টার কি অপরূপতা
মুখে করি বিশ্বাস-কাজে
নাই-বলে শুধু মানবতা-
ভণ্ডামির নাই সীমারেখা

মোর কৃতী-তোর সৃষ্টি
ত্যাগে নেই রে দৃষ্টি-
সময়ের কাঁটা জুড়ে
শুধু বৃষ্টি আর বৃষ্টি-
স্নেহ নামে গলা বাজি
শ্রদ্ধা নামে মিথ্যাচার
দেখবো আর কত কাল
আত্মার মাঝে-কি অদ্ভুত
গেঁধে গেছে লম্বা কি চুল
স্বীকার করে না কখনো
নিজেরটাই ভুল-বিদায়ের
আগে-সময়ে হও শুদ্ধতা



লেখার তারিখঃ ১৬/০৪/১৩

No comments:

Post a Comment