Wednesday, May 15, 2013

শ্রেষ্ঠমানবী হলো মা




কত না ভাবনার-ক্ষীণ আঁধার শেষে
একটু নিদ্রা যাওয়ার আগে- ভাবু
মনের বাতায়নে- চেয়ে ছিলাম শুধু
চেয়ে ছিলাম-রাসুলের মায়া ভরা
মুখের ছায়া-দেখবো বলে স্বপ্ন ঘোরে-
কেটে গেছে কত ক্ষীপ্ত ভরা প্রহর-
তবুও ভাবনা জুড়ে আশাপ্রদ থাকে।

হঠাত দেখি এক প্রলয় নিশিতে-সমস্ত
দেহটা কাঁপছে আর কাঁপছে- কে যেন
বলে দিচ্ছে- এতো দিন যাহা চেয়েছিলে-
ঐ দেখ- দেখ তারি ছায়া মুখ।বিস্মিত
হয়ে দেখছি-সে যে মায়েরি মমতা ভরা-
মায়া দিয়ে ঘিরা আছে মায়ে মুখ।তাহার

মাঝে লুকিয়ে আছে-রাসুলের পাওয়া সুখ-
বুঝতে করো না একটু ভুল-আল্লাহ্‌ রাসুলের
পরে হলো মা জননী শ্রেষ্ঠ মানবী-ধন্য হও-
ধন্য হইলাম-শ্রেষ্ঠমানবী আমার তোমার মা।
  

লেখার তারিখঃ ১২/০৫/১৩