Sunday, August 31, 2014

কবিতাঃ শরতের রাত




এক বর্ষা রেখেগেলো নোনা ঝর্ণার সন্ধি;
আঁধারের কালমেঘটা আদরে আদরে ঢাকি,

কদম কৃষ্ণচূড়া ঝরে ঝরে গেলো এখন
শুধু সবুজ ডানায় সাদা কাশফুল দোলায়-
এবুঝি শরত এলো!নীল সাদা সবুজের ছোঁয়ায়।


উঁচু নিচু নদের বুকে বাজে কলকল সুর
রাখাল ছেলে কাশবনে গান গায় সুমধুর
কে নাচিবে কার গাঁয়ে?শরত খেলার ছল;

হারিয়ে গেলো বুনোহাঁস কোন স্রোতের সাথ
স্মৃতিরা আছে পরে শরত রাতের চাঁদ;
পূণিমার সাদা মেঘে ঝিলিকে উঠে কাশফুল
অনুভূতির দৃশ্যপট যায় নারে ক্ষয়ে কষ্টকুল।

লেখার তারিখঃ ২৩/০৮/১৪

কবিতাঃ বিদ্রোহীফুল


আমি বিদ্রোহী জঙ্গ করি মনোশূল;
এসো মোরা জাগ্রত হই
টুটাবো তিমির রাত এই,
তুমি আমি বিদ্রোহী ফুল-
নজরুল সে তো! গ্রীষ্ম
শরত হেমন্ত আর বসন্তের
বিদ্রোহী কুল।


কুল ভাঙ্গে কুল গড়ে
বিদ্রোহী শুধু উষার দ্বারে
মসনদে জলজলায়া জ্বলে;
ঝরা বর্ষার শেষে ফুটেরে
কত শত কাশফুল-কাশফুল।

রক্তজবা কৃষ্ণচূড়া হাসনাহেনা নয় তো
তুমি শুধু হৃদয় রাঙানো
কমলগন্ধ বিদ্রোহী ফুল,
হাজার বছর ধরে ফুটবে তুমি
মুখরিত রবে এই কুল।



এক ধরনের গান করা যাবে

লেখার তারিখঃ ২৭/০৮/১৪
<><><><><><><><><><>