Wednesday, September 10, 2014

নিশি বন্ধন মায়া












অন্ধ হয়ে যাচ্ছে
এসবুজ সোনালী চারিধার;
ফুরিয়েও যাচ্ছে
স্লিগ্ধময় প্রণয়ের গভীরতা।
নাকের সর্দিজল
বড়ই ভয়ঙ্কর, কোন সুগন্ধির
সৌভাস পাওয়া
যাচ্ছে না বকুল হাসনাহেনা;
সর্বঅঙ্গ লুটে পরেছে
ঝরে যাওয়া পাঁপড়ির মতো
ফুলদানিটাও নাকি
ভেঙ্গে পরেছে সেখানে এত অনাদর;
বাঁশ বাগানের তলায়
জোনাক জ্বলে নিশি মায়ায়,
আর্তনাদের বন্ধন
থামবে না ঝিরিঝিরি বাতায়ণ।





 

লেখার তারিখঃ ২২/০৪/১৪
<><><><><><><><><><>

No comments:

Post a Comment