Saturday, September 13, 2014

দুই কুঠরির এক ছাউনি


আমার বক্ষপাড়ায় দুই কুঠরি
কুঠরি দুটর একটাই হল ছাউনি-
সেই না ছাউনির উঠান জুড়ে
জ্বালাবে বলো চাঁদের প্রদীপখানি;
আমার বক্ষপাড়ায় দুই কুঠরি।।

মনিকাঞ্চনমালার বাগান গড়বি
তাইতো স্বপ্ন দেখি আশারো আশি-
ঐনা স্বর্ণ ফুল ফুটে জানি বার মাসে
সু-গন্ধি ছড়িয়ে হবে শুধু প্রভাতী ।।

কখনো হয় যদি অমাবস্যর কালি
কালিরধারায় কলঙ্কমাখা হবে নদী
সেই না নদের উত্তাল স্রোত  বয়বে
স্রোতের ঢেউয়ে ভেঙ্গে যাবে ছাউনি ।।

শুনস নি শুনস নি তোরা সেই কাহিণী
কাহিণীর কালোমেঘে ঝরবে শুধু নোনা
ফোটার আর্তনাদের ঝনঝনি ঝনঝনি ।
আমার বক্ষপাড়ায় দুই কুঠরি।।


লেখারতারিখঃ  13/09/14
<><><><><><><><><><>>

No comments:

Post a Comment