Monday, September 8, 2014

ডুমুরফুল



( ছবিটা নেট থেকে সংগ্রহ)

এক অভয়ারন্য ঝর্ণা ধারার দু’চোখ জুড়ে
একটু কি ফাল্গুনের হাসি দেখোনি ঐখানে-
গোলাপ জবা ফুটতো নিত্যই হতো সুগন্ধির খেলা।
ডেফলতলায় ডেফল ফলে হলুদ স্বাদে রাঙা।
রোজ দেখেছো কত ফুল ! একটু ও দেখনি ডুমুরফুল
কি ভাবে দেখবে বলো? হয় নি তো প্রণয়ের নিঃঘুম?
ডুমুরফুলের সৌন্দয্য সৌরভ শুধু একাকিত্বের নিলাম
পূর্ণিমার মধ্যপ্রহরে একাই অদৃশ্যর ডুমুর রইলাম।
সেটা ভালই জানো ডুমুরফুল দেখলে শুভাগের
কপাল নাকি খুলে- আঙ্গীনায় ছিল যে ফুটে
চাঁদের হাসি যেনো মুচকি মুচকি ঠোঁট রাঙীয়ে দোলে-
নিঠুর ব্যস্তবতার সমীক্ষে ভাবলে শুধু ডুমুরফুল;
মূল্য কত দিলে না যত এখানে ছিল যত্নে মুকুল।



লেখার তারিখঃ 08/09/2014
 <><><><><><><><><><>

No comments:

Post a Comment