Saturday, September 20, 2014

বনোপায়রার শ্লোগান




আজ প্রভাতী পাহাড়টার ঐখানে মৃদু হাওয়া
মুখরিত অষ্টচরণে বনোপায়রার শ্লোগান;
অজানতেই ফুটেছিল বেলীফুলের বাগান,
সে ফুল ঝরা পাঁপড়িগুলোর মায়াময় ঝর্ণা-
প্রবাহমান ঢেউয়ে ছেঁড়া সেতারের গঞ্জনা।
নিশিচর রাতের আশ্চর্য এক স্বপ্ন বীর
টারজানরুপী হু –হু –হ হু সুরা কণ্ঠের মঞ্জনা
চন্দ্রময় আনন্দধারায় শিম্পাঞ্জি বানর।
গেওয়া সুন্দরী উম্মাদনার দৃশ্য প্রভাতে রাঙা‐
চন্দন গাছের কাঠ কাঠের মাটাম শুকে গেছে
নিশিপ্রহরে ধু ধু এক ধোঁয়ার আঁছড়
সীমান্তের চূড়ায় ঝিমধরা কম্পন বেড়ে যায়
তবু্ও মৃত্যদৃষ্টিপাতে মুখরিত বনোপায়রার শ্লোগান।



লেখার তারিখঃ 16/09/14

No comments:

Post a Comment