Monday, September 29, 2014

আকুক ফুল ফুটেছে

আকুক জন্মেছে ২৮/০৯/২১৪ ইং তারিখে রোজ সোমবার



এখানে মরুভূমি বালিচর, এক কষ্টময় ফুল বাগান।
আকুক নামের আরেকটা ফুল ফুটবে কোন বেলায়-
বাগানটি জুড়ে আত্মহারা,নামটি শুনে বিস্মময়!
আজো মুচকি হাসে আলফি রেখেছে ফুলের নামটি
ভাবতে নামের মাঝে প্রাণচঞ্চল খুঁজেফিরে তন্ময়!
আরো কিছু সময় নাকি বাঁকি না-আকুক ফুটেছে আজি ।
তুমি যখন ফুটলে স্লিগ্ধময় প্রভারাঙা চারিধার দেখলে
গুঞ্জনে মুখরিত হয়ে তুললে ঠোঁটে চু্মুর বন্যায় ডুবলে
বাঁকি রইল শুধু একটি, সেটাও পাবে ঘুমন্তময় ঠোঁটে
কান্না হাসির ঝড়টা থামবে না জোয়ার ভাটা ঐখানে ।
দিনের শুরু পথে ধিরে ধিরে বারবে পূথিবীর নানারূপী
উমায় ঠিক যেমন খলশে মাছের মতো খিলবিলিয়ে
চেংক মাছের ন্যায় যেখানে সেখানে করবে লাফলাফি।
ঘোরদুপুরে জলপাই বুলবুল,নীল ছটক পাখিদের সাথে
উড়ে বেড়ানি আর গান গাওয়ার নেশায় রবে ছুটাছুটি-
ফিরতি সন্ধ্যাময় অমাবস্যার রাতের কালোমেঘ চিনবি
পূর্ণিমার আলোয় আলোকিত বক্ষভিঠায় রাঙীয়ে দিস
ক্লান্তিময় এক একটা বালির বিন্দুকোণা করবে ঝিকিমিকি
নামকরণ স্বার্থকতা ছড়িয়ে যাবে পুষ্পসার অন্ত আকুক।


লেখার তারিখঃ ২৪/0৯/২০১৪
<><><><><><><><><><><>

No comments:

Post a Comment