Tuesday, September 9, 2014

বন্ধুর সুখ





বন্ধু আমার জানিস তুই বহমান রক্তকোষ
হৃপিণ্ডের আনন্দ বহর সু-নিঃশ্বাস;
বন্ধু আমার বাবা মা জানের সিন্ধু,
স্কুলকলেজ কর্ম সময়ের সহ-পাঠিবৃন্দ।
চলতে ফিরতে পূর্ণিমার জোছন্সা রাতে
শত বার স্মৃতিমুখর একলা জেগে রই;
কতবন্ধু হারিয়ে হলো দূর্বাঘাসের ফুল
খুঁজি ফিরি শ্রাবণ মেঘের কাছে সুর
টুপুরটাপুর বৃষ্টিভিজা আড্ডার ছুঁয়া কুল।
বন্ধু আমার রইল শুধু প্রেমডাঙ্গার বুক
হিংসাদন্ড রাগ অভিমান ভুলি জীবনক্ষণ
ক্লান্তিসুখের ধূলিবালি রাস্তার পাশে ব্যস্ত মুখ
ভুবনতরী গড়ি সবে শান্তির নিকুঞ্জ মন
বন্ধু আমার বিলিয়ে দেই স্বজনতরে সুখ।



লেখার তারিখঃ ০৬//১৪
<><><><><><><><><><><>

No comments:

Post a Comment