Saturday, July 13, 2013

তিন কবিতার কাব্য



শীতলবালির মাঝে ধুধু নিঃঅন্তর
================================

পদ্মার ‘টি’ বাঁধ নয়-নয় কোরতায়ার
নারুলী ব্রিজ-ঐ যমুনার ঝিকমিক বালুচর
কত দেখেছি- খেলেছি বুক বরাবর-
শীতলবালির মাঝে যেন ধুধু (অন্তরহীন)নিঃঅন্তর-
এক দীর্ঘনিঃশ্বাস- মাঝে মধ্যে বয়ে যেত
শনশান আওয়াজে ভাঙ্গন তুলে কি ভয়-
কৃষ্ণচূড়া ফুটা সকালে- পূর্বালী নীল স্রোত    
বালুচর তোরছিল ধুধু(অন্তরহীন)নিঃঅন্তর।
কিনারায় ছিল ঘোন সবুজের কাঁশবন
সাদা সাদা ফুলে দিয়ে যেত শিহরণ-
হরিণী আঁখির মত- দৃষ্টিপাত করেনি
উড়ে যায় গাংচিল-হৃদয় পাঁজরে বসেছিল
চুমুকে স্পর্শ ছোঁয়া-কমল ঠোঁটের নিশান-
তাতেই যেন বড় বড় ঢেউ তুলা গর্জন 
ক্লান্তি দেহে গাংচিল খুঁজেছে ঘামহীন অন্তর।
তারা খেয়ে-কেন বার বার ফিরে আসা
বুঝেনি যমুনা- খরা রোদ্রে পুড়ে যাওয়া
লম্বা ডানায় উড়াল দিবার নাই সান্ত্বনা
অভয় জলে ডুব দিয়ে যাই বার বার
এটাই যেন তার-একটু সুখ খুঁজে পাওয়া
তাতেই বুঝি বদলাও মৌসুমী মৃদু হাওয়া-
আজো দেখি খাঁখাঁ করছে তোর নিঃঅন্তর। 




যমুনার উত্তাল স্রোত
============
হেলে দুলে হাঁটছি দু’পায়ে
দেহের মাঝে কাঁপন নিয়ে-
বহুদূর ঐ সু-দূর- আর কত
নিরুপায় স্পর্শকাতর হয়ে
টলটল জলে মৃদু ঢেউ তুলে
ঐ যমুনার অথই তীরে।
সহমর্মীতা সহনশীলতার পাখা
মেলে- বাংলার আকাশে বাতাসে
অবিরত বয়ে যাবো ভেসে যাবো
এ ধূসর অবনী- অনন্ততকাল।
যতোই যমুনার উত্তাল ঢেউ উঠুক-
আর হিংসার বলিমাখা স্বার্থের
পূজারিতে ধবংসের ঢিল ছঁড়ুক।
দেখ! ঠিকি একদিন বুঝবে তারা-
থাকুক না যতো অবুঝ ভুলা।
দেখবে যখন দক্ষিণার দ্বার খুঁলা।
আঁধার ভোরে নামবে তখন-
স্বচ্ছ লোণটা মাখা উত্তাল ঢেউ,
ভাসছি দুলে দুলে যমুনার স্রোতে।


   
নিপুণকারু কাজ
==============
সূর্যের কিরণ দেখ সবুজ মেঘের দিন
চাঁদ ভরা রাতে দেখ নীল আর নীল-
এ আইল পাথার জুড়ে দেখ বিচিত্র
অরণ্য ছায়া ঘেরা মায়াবী এক ধরণী।
গ্রাম বল- শহর বল- বল অভয়
জলের বালুচর- সবখানেতে আছে-খুঁজে
নাহি দেখো-নাই বা দিলে প্রস্ফুটন-
নাই বা চিনলে- এ বক্ষ ভরা ধন।
তুমি দেখেছ নিশ্চিয়- জানো কি? ঐ
শামুক ঝিনুকের ভিতর কি? ক্লান্তহীন
ঘামহীন তাদের কি শ্রম-যে শ্রমে হীরা মুক্ত
বিলিন করে- অপরূপ সৌন্দর্য। তুমি তো
হও মুগ্ধ-এ যে নিপুণকারু কাজে এক মেধা
সম্পূর্ণ- চিন্তা নাহি কর।তোমার মাঝে আছে
দেখ- শামুক ঝিনুক চেয়েও- সোনার ধন-
নিঘামে ঝরাও- দেখবে উজ্জ্বল শ্যামল-জয়
হোক- ঘৃষ্টচন্দন ঝরুক- হোক তার পদচরণ।  
====================================
=============================
=====================
=================
============
========
====