Saturday, April 20, 2013

বিশটি বছর পর



বিশটি বছর পর 
   ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌    
 
বিশটি বছর ধরে কি দেখছি

আর কি দেখলাম? অভয় অরণ্য যেন

দু’চোখের তারায় করছে ঝলমল-

স্মৃতির বাতায়ন জুড়ে লোনা জল টলমল

বিশটি বছর পর- বিশটি বছর পর

পুকুর ভরা মাছ দেখেছি আর

গোয়াল ভরা গরু ডোল ভরা ধান-

সোনালী পাট আর মরিচ জুড়ে উঠান,

চারিপাশে মুক্ত বাতাস ছিল স্বাধীন-

আঁচল ভরা পাট শাক, লাউ শাক আর

সবুজ আইলের উপর কমলির শাক

বউতার শাক- সে দৃশ্য অদ্ভুত সমীকরণ

বিশটি বছর পর- বিশটি বছর পর

সত্যের ভর করেছিল সরলতার বন্ধন

ভ্রাতৃত্ব ভরা প্রেমছিল-একটুতে খাওয়াত

মুরগ জবায় করা রান- ঝগড়া ঝাটি

হলেও যেন থামতো না কথার ঘ্রাণ

আজ কালের স্রোতে হয়েছে মহাশ্মসান-

দেখছি শুধু রক্ত আর রক্তের বান  

বিশটি বছর পর- বিশটি বছর পর

এ কি দেখছি হিংসার করেছে ভর-

মানুষকে মানুষ ভাবছে না পশুপাখির

মত কাটছে ধর-ধর্ষণের মহড়া হচ্ছে

দিনে কিংবা রাতের গাড়ি বহর- দেখিনি

দেখিনি বিশটি বছর আগে- ত্যাগি হয়েছে

মহ  জাগ্রত হোক সভ্য চেতনার প্রহর- 

আজকের ভোরে দেখবি তুই- কোন এক

নতুন নতুনত্বের রঙ্গিন জীবন বহর-

বিশটি বছর পর-বিশটি বছর পর



লেখার তারিখঃ ২৬/০২/১৩

Friday, April 19, 2013

এসো ব্লগবাড়ি



এসো ব্লগবাড়ি 


                          ১। http://jalchhabibatayan.com/archives/author/aabb5ff
       ২। http://prothom-aloblog.com/blog/asl5sl    
৩। http://www.shobdoneer.com/al57li81
            ৪। http://kobitablog.com/blog/author/sar57ker 
                  ৫। http://blog.seudolab.com/author/sarker-alamgir 



এ ক্ষণে থেকে যদি হারিয়ে যায়

ঐ নীল আকাশে তারার মাঝে-

মৃদুবাতাস হয়ে যদি বয় চারিপাশে

ঠিকি থাকবে-বিশ্ব পাতায় আমার 
ব্লগবাড়ি-এক বার দেখ নিয়- হয়
 তো পাবে ভালোবাসার- এক চিমটি

আনন্দধারার উষ্ণ পরশ- হয় তো

পাবে ঝর্ণাধারার এক নিবর সরস।

করুণার অট্র হাসি আর হাসবে না

অতৃপ্তি আর্তনাদের আওয়াজে-যমুনার

স্রোত আর বইবে না-থর থর করে
কাম্পন হবে-এসো না মোর ব্লগবাড়ি। 
আনন্দ হাসির মাঝে- বাউলার হাহাকার

নীল সাগরের গর্জন শুনতে পাবে- স্বচ্ছ
চিন্তার স্পর্শ পাবে- পাবে না অহংকারের
আগ্নেগির প্রলয় শিখা- তীব্র ঘতি টর্নেডো।
 











লেখার তারিখঃ ২০/০৪/১৩