Friday, April 19, 2013

এসো ব্লগবাড়ি



এসো ব্লগবাড়ি 


                          ১। http://jalchhabibatayan.com/archives/author/aabb5ff
       ২। http://prothom-aloblog.com/blog/asl5sl    
৩। http://www.shobdoneer.com/al57li81
            ৪। http://kobitablog.com/blog/author/sar57ker 
                  ৫। http://blog.seudolab.com/author/sarker-alamgir 



এ ক্ষণে থেকে যদি হারিয়ে যায়

ঐ নীল আকাশে তারার মাঝে-

মৃদুবাতাস হয়ে যদি বয় চারিপাশে

ঠিকি থাকবে-বিশ্ব পাতায় আমার 
ব্লগবাড়ি-এক বার দেখ নিয়- হয়
 তো পাবে ভালোবাসার- এক চিমটি

আনন্দধারার উষ্ণ পরশ- হয় তো

পাবে ঝর্ণাধারার এক নিবর সরস।

করুণার অট্র হাসি আর হাসবে না

অতৃপ্তি আর্তনাদের আওয়াজে-যমুনার

স্রোত আর বইবে না-থর থর করে
কাম্পন হবে-এসো না মোর ব্লগবাড়ি। 
আনন্দ হাসির মাঝে- বাউলার হাহাকার

নীল সাগরের গর্জন শুনতে পাবে- স্বচ্ছ
চিন্তার স্পর্শ পাবে- পাবে না অহংকারের
আগ্নেগির প্রলয় শিখা- তীব্র ঘতি টর্নেডো।
 











লেখার তারিখঃ ২০/০৪/১৩


No comments:

Post a Comment