Saturday, April 20, 2013

বিশটি বছর পর



বিশটি বছর পর 
   ্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌    
 
বিশটি বছর ধরে কি দেখছি

আর কি দেখলাম? অভয় অরণ্য যেন

দু’চোখের তারায় করছে ঝলমল-

স্মৃতির বাতায়ন জুড়ে লোনা জল টলমল

বিশটি বছর পর- বিশটি বছর পর

পুকুর ভরা মাছ দেখেছি আর

গোয়াল ভরা গরু ডোল ভরা ধান-

সোনালী পাট আর মরিচ জুড়ে উঠান,

চারিপাশে মুক্ত বাতাস ছিল স্বাধীন-

আঁচল ভরা পাট শাক, লাউ শাক আর

সবুজ আইলের উপর কমলির শাক

বউতার শাক- সে দৃশ্য অদ্ভুত সমীকরণ

বিশটি বছর পর- বিশটি বছর পর

সত্যের ভর করেছিল সরলতার বন্ধন

ভ্রাতৃত্ব ভরা প্রেমছিল-একটুতে খাওয়াত

মুরগ জবায় করা রান- ঝগড়া ঝাটি

হলেও যেন থামতো না কথার ঘ্রাণ

আজ কালের স্রোতে হয়েছে মহাশ্মসান-

দেখছি শুধু রক্ত আর রক্তের বান  

বিশটি বছর পর- বিশটি বছর পর

এ কি দেখছি হিংসার করেছে ভর-

মানুষকে মানুষ ভাবছে না পশুপাখির

মত কাটছে ধর-ধর্ষণের মহড়া হচ্ছে

দিনে কিংবা রাতের গাড়ি বহর- দেখিনি

দেখিনি বিশটি বছর আগে- ত্যাগি হয়েছে

মহ  জাগ্রত হোক সভ্য চেতনার প্রহর- 

আজকের ভোরে দেখবি তুই- কোন এক

নতুন নতুনত্বের রঙ্গিন জীবন বহর-

বিশটি বছর পর-বিশটি বছর পর



লেখার তারিখঃ ২৬/০২/১৩

No comments:

Post a Comment