Sunday, August 31, 2014

কবিতাঃ বিদ্রোহীফুল


আমি বিদ্রোহী জঙ্গ করি মনোশূল;
এসো মোরা জাগ্রত হই
টুটাবো তিমির রাত এই,
তুমি আমি বিদ্রোহী ফুল-
নজরুল সে তো! গ্রীষ্ম
শরত হেমন্ত আর বসন্তের
বিদ্রোহী কুল।


কুল ভাঙ্গে কুল গড়ে
বিদ্রোহী শুধু উষার দ্বারে
মসনদে জলজলায়া জ্বলে;
ঝরা বর্ষার শেষে ফুটেরে
কত শত কাশফুল-কাশফুল।

রক্তজবা কৃষ্ণচূড়া হাসনাহেনা নয় তো
তুমি শুধু হৃদয় রাঙানো
কমলগন্ধ বিদ্রোহী ফুল,
হাজার বছর ধরে ফুটবে তুমি
মুখরিত রবে এই কুল।



এক ধরনের গান করা যাবে

লেখার তারিখঃ ২৭/০৮/১৪
<><><><><><><><><><>

No comments:

Post a Comment