Sunday, August 31, 2014

কবিতাঃ শরতের রাত




এক বর্ষা রেখেগেলো নোনা ঝর্ণার সন্ধি;
আঁধারের কালমেঘটা আদরে আদরে ঢাকি,

কদম কৃষ্ণচূড়া ঝরে ঝরে গেলো এখন
শুধু সবুজ ডানায় সাদা কাশফুল দোলায়-
এবুঝি শরত এলো!নীল সাদা সবুজের ছোঁয়ায়।


উঁচু নিচু নদের বুকে বাজে কলকল সুর
রাখাল ছেলে কাশবনে গান গায় সুমধুর
কে নাচিবে কার গাঁয়ে?শরত খেলার ছল;

হারিয়ে গেলো বুনোহাঁস কোন স্রোতের সাথ
স্মৃতিরা আছে পরে শরত রাতের চাঁদ;
পূণিমার সাদা মেঘে ঝিলিকে উঠে কাশফুল
অনুভূতির দৃশ্যপট যায় নারে ক্ষয়ে কষ্টকুল।

লেখার তারিখঃ ২৩/০৮/১৪

No comments:

Post a Comment