Saturday, September 6, 2014

কবিতাঃ সাদা ফানুস




ছবিটা নেটথেকে সংগ্রহ





ঐখানে তে একের মাঝে অনেক ছিল ছবি;
ছবিটা দেখবো বলে দেখা হলো না আজি 
দেখলাম যখন বলো-কেন শ্রাবণ হলো?
এখানো শুধু বর্ষা না কভু ফুরালো;

ফ্রেমে বাঁধা ছবির ঘাটে রইল ছবি,
দেখো না এ ধূসর মৃত্তিকায় রঙিন;
রঙিন (হয়ে জ্বল না) হলো না বসন্ত প্রণয়ের প্রদীপ্ত
রইল শুধু সাদা ফানুসের শরত হেমন্ত ।



লেখার তারিখঃ 06/09/2014 ইং
<><><><><><><><><><><><>
 

No comments:

Post a Comment