Tuesday, September 18, 2012

জীবন মানে লাশ

ঃ কবিতা বা গান ঃ

লেখকঃ আলমগীর সরকার ‘লিটন’

ও জীবন মানে তো একটি লাশ
সাড়ে তিন হাত ঘরে আপনি বাস
বুঝতে গেলে লাগে ভীষণ আচ
আবেগি মনে করে হ্যায় উল্লাস ।।

এই পৃথিবী জুড়ে বিধির কত অবদান
ঘুমের ঘোরে বুঝায় কেমনে হবে মরণ
যদি ঘুমন্ত বুকে ফিরে না আসে প্রাণ
তবে মুখে বলি শুধু খাঁটি মুসলমান
চিনেও চিনিনা আল্লাহরাসুল কোরাআন
হাদিস করেও করি না তো বিশ্বাস ।।

এই কবর আযাব থেকে মুক্তি পেতে চাই
ফরজ সুন্নাত নিরবিগ্নে পালন করে যাই
স্বার্থের হানাহানি হিংসা ভুলে গিয়ে
পাপ মুক্ত এই জীবনটা সাজাই
যতোক্ষন এ দেহে আছে হায়াত সুন্দর
পরিবেশে প্রাণটা খুলে নে নিঃশ্বাস ।।

1 comment:

  1. কোন সুরকার যদি সুরকরতো খুবি ভাল লাগতো

    ReplyDelete