Saturday, September 22, 2012

শেষপ্রহরে স্বপ্ন ঘোরে


কবিতা বা গানঃ শেষপ্রহরে স্বপ্ন ঘোরে
 আলমগীর সরকার 'লিটন'
গোলাপ ফুটেছিল এ বাগানে
এই চাঁদ মিটি মিটি করে
জ্বল ছিল গো ভীষণ পুড়ে
শেষপ্রহরে কালো আঁধারে
যে স্বপ্ন দেখা হয়নি
ঘুমের ঘোরে ঘুমের ঘোরে
এখন কেন দেখি বারে বারে ।।

ঘুম ঘুম সকালে মুচকি মুচকি
মিষ্টি ঠোঁটে হাসির কি উল্লাস
বলো নাগো এই দেখায় কি
ভাল বাসার বহির প্রকাশ
আনন্দের চিত্তে ভাবনার জালে
খুব বেশী দেখতে হচ্ছে করে ।।

খুঁজি খুঁজি হারিয়ে যাওয়া
দিনগুলি দিনগুলি এখন শুধু স্মৃতি
স্মৃতির বেদনা হয় যে জ্যোতি
ক্লান্ত দেহে নেই রে শান্তি
দু’চোখ জুড়ে আঁধার দেখি
আলো জ্বলেনা আর চারিধারে ।।

লেখার তারিখঃ ১৪/০৯/১২

1 comment: