Wednesday, September 19, 2012

যমুনার বুকে ছোট ঘর

কবিতা বা গানঃ যমুনার বুকে ছোট ঘর

আলমগীর সরকার 'লিটন'

ও যমুনা তোরি বুকে
ধু ধু ভরা বালু চরে
বানাবো বানাবো
আমার ছোট ঘর
শু শু শব্দ সুরে
নিমিশে করিছনা পর ।।

ভাল লাগতো টলোমলো
ঢেউয়ের সাথে সারাদিন
সাতাঁর কাটিতাম
তৃষ্ণা যখন লাগতো
হাত ভরে পানি নিয়ে
তৃষ্ণা মিটাতাম ।।

কত স্মৃতি কত উজান
ভাটির চরচোরা নিয়ে
হয়েছে রক্তেরি বান
তবুও তোর তীব্র স্রোতে
ভাঙ্গা গড়া খেলা দেখে
খেলবি রে কত আর।।

একটু না সুখের জন্যে
তুলে রে হাহাকার
দেখলি শুধু বার মাস
তুই রহমাতের দয়ার
সাগর আর করিছনা পর
চরের বুকে ছোট ঘর।। 
০৬/০৯/১২

No comments:

Post a Comment