Wednesday, September 19, 2012

সেই কয়েরবিলটা



কবিতাঃ সেই কয়েরবিলটা

     আলমগীর সরকার 'লিটন' 

সেই দিনের ভাবনা বুনানো জাল,
আর তো ভাসে না সারি সারি
বাঁধে ঢাকা পরেছে সেই খাল।
চারিদিখে বন্যার সময়ে খাল জুড়ে
থই থই জলের মাঝে শাপলা পদ্ম
ফুটে থাকতো কয়েরবিলটা ভরে।

সকাল দুপুর কিংবা বিকালের প্রান্তে
ছোট ছোট ডিংঙি নৌকায় চরতে
কি যে ভাল লাগার দোল লাগতো
সে কথা তুমি নাকি বহুবার জানতে,
শেষপ্রহরে ঝাঁট জালে ব্যস্ত থাকতো
মোর বাবা কত না মাছ ধরতে ।
        
সময়ের বিবরতনে পালটে গেছে
সেই খালের বুক বয়ে শোনা যায়না
রহিম বক্সের মিষ্টি সুরে একতারার গান
কয়েরপাড়া জালু যেটার লাঠি খেলার নাচ
সবি যেনো আজ স্মৃতির জলে হয়েছে স্লান।

আমরা সবাই যার যার স্থানে
পরে আছি কর্ম ব্যস্তয়তায় কেউ বা
ইতালি কেউ বা আমেরিকায় আবার
কেউ ঐ যমুনার ভাঙ্গা গড়া ধুধু বালুচরে,
আমি আছি এই খালেবিলে নদী নালায়
আর সবুজ ঘিরা মাঠ প্রান্তরে।
 

লেখার তারিখঃ ১৯/০৯/১২,রাত ৭টা ,৪৭মি


No comments:

Post a Comment