Tuesday, September 18, 2012

মনে পরে



প্রিয় বন্ধু মাইনুলের স্মরণে

এই সবুজের অপরূপ সমাহার মাঝে
দেখতে পাইতেছি নীল আকাশ,
আকাশ ভরা লক্ষ কোটি তারা,
যমুনা নদীর তীব্র ভাঙ্গানের রূপ
যেনো টলটল করে বয় স্মৃতি ধরা।
আরও কিছু সময় কাটা জন্য
বিনেদনের সেই প্রেমযমুনার ঘাট
বাঙ্গালী নদীর সচ্ছও জলের মাঝে
শাওয়ালারা দোল খেতো দৃষ্টিপরার জন্য
প্রাণ ছুঁয়ে যায় বন্ধু পাশে থাকতে যতন।
কত আনন্দ কত উল্লাস কত উতসাস
আর স্বপ্ন ভাঙ্গা বেদনার হয়েছে সমাপ্তি
কত বুদ্ধি কত না সান্তনা দিয়েছিলে
রাতদুপুর পর্যন্ত,আজ অশ্রু সিক্ত নয়নে
শুধু নুনা জল,পারবোনা ভুলে যেতে
সেই স্মৃতি ক্ষণ বন্ধু পারবো না।আলফির
আগমনে বলেছিলে সব ঠিক হয়ে যাবে
কই আজও কালবৈশাখী বয় তুমি তো না
ফেরার দেশে গেছো সে খবরটাও ওরা
জানানি কত নিঠুর কত পাষাণ
বন্ধু তুমি তো হয়েছো নিঃস্বাথবান মহৎ
আর আমি নাকি মানুষ রূপী
জানওয়ার বলে ওই নিন্দুকেরা।

No comments:

Post a Comment