Sunday, September 16, 2012

রাগ করো না মাগো

মাকে নিয়ে ছোট গান

মাগো আমার মা
অভিমান করে আর
রাগ করে থেকো না
মাগো আমার মা
রাগ করে থেকো না মাগো মা ।।
এখন যে আসছে সময় নিজেকে
বদলে যাওয়া বদলে ফেলা
কেন গো মা বুঝ না
মাগো আমার মা ।।

দেখছো গো মা গরের ঘরে
টিন ছাউনি টিনের ঘরে
বড় আট্রলিকা সবি যে সময়ের
ব্যবধানে বদলে যাওয়া ।।
যাচ্ছে কেটে যাক না
স্বপ্ন রঙ্গীণ বছর
পিছু ফিরে তাকিয়ে আর
হবো না গো অগোচর ।।
কূ-সংস্কার ভুলে গিয়ে মাগো
ব্যস্তবতার কথা ভাবো না
দু’চোখ মেলে চেয়ে দেখ না
চারপাশটা  কেমন করে যাছে বদলে  
বদলে যাও না মাগো ।।
 

No comments:

Post a Comment